শিগগিরই বিবাহ ও তালাকের নিবন্ধন অনলাইনে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ২০:২৭
আইসিটি বিভাগের উদ্যোগে বিবাহ ও তালাক নিবন্ধনের জন্য অনলাইন সিস্টেম বন্ধন.গভ.বিডি শিগগিরই উন্মুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ অনলাইন প্ল্যাটফর্ম চালু হলে বাল্য বিবাহসহ অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
সোমবার (১১ অক্টোবর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২১ উপলক্ষে ‘ডিজিটাল প্রজম্ম, আমাদের প্রজন্ম: বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।