![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F04%2F17%2F555d5f94e7a03f81390f1c2d3f5ecf4d-607aa95182ad8.jpg%3Fjadewits_media_id%3D722821)
আটকে পড়া প্রবাসীদের বাহরাইনে ফেরাতে চায় দূতাবাস
করোনা মহামারিতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের তাদের কর্মস্থল বাহরাইনে ফেরাতে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ বৈঠকে পুনরায় আলোচনা করেছেন। তিনি ফের প্রবাসীদের তালিকা হস্তান্তর করেছেন।