You have reached your daily news limit

Please log in to continue


IPL 2021: কার থেকে কী করে দৈত্যাকার ছয় মারা শিখেছেন, জানালেন কেকেআর-এর রাসেল

তিনি মাঠে নামা মানেই বোলারদের মধ্যে তৈরি হয় ত্রাস। সমর্থকরা হয়ে ওঠেন উদ্বেল। কখন তাঁর ব্যাট থেকে ছয় বেরোবে, সেই অপেক্ষায় থাকেন সকলে। টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে গত কয়েক বছরে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন কেকেআর-এর আন্দ্রে রাসেল। চোট সারিয়ে সোমবার এলিমিনেটরের ম্যাচে দলের সব থেকে বড় ভরসা তিনিই।

বিরাট ছক্কা মারার জন্য তিনি বিখ্যাত। কিন্তু কী ভাবে তাঁর ব্যাট থেকে বেরোয় এই ছক্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন রাসেল। বলেছেন, “নিজের শরীরকে শক্তিশালী করে তুলতে প্রতিদিন ২০-৩০টি পুশ-আপ করি। কারণ এমনিতে ১০০ মিটার বা তারও বেশি দূরে হয়তো বছরে এক-দু’বারই ছয় মারতে পারব। কিন্তু ধারাবাহিক ভাবে সেই কাজ করে যেতে হলে শরীরের যত্ন রাখাটাও একই রকম ভাবে দরকার।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন