![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/10/11/image-282506-1633951227.jpg)
তুরাগে ট্রলারডুবি: ৩ দিনের মাথায় মা-মেয়ের মরদেহ উদ্ধার
তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় আরও এক নারী ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকালে রূপায়ন বেগম (৩০) নামে ওই নারীর মরদেহ আমিনবাজার সেতুর নিচে ভেসে ওঠে। আর তার ৩ বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে।
আমিনবাজার থানার নৌ পুলিশ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এ নিয়ে মোট সাতজনের লাশ উদ্ধার হলো। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। রূপায়ন বেগম ও তার মেয়ে ছাড়া উদ্ধার হওয়া বাকিদের মধ্যে ছিলেন শিউলি আক্তার (২০), ইমরান (৩), ফারহান মনি (৪), আরমান (৪)। বাকি একজনের নাম জানা যায়নি। সেই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন।