![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Firaq-20211011172423.jpg)
আইএসের শীর্ষ সদস্যকে আটক করলো ইরাক
সশস্ত্র গোষ্ঠী আইএসের শীর্ষ সদস্য সামি জসিমকে আটক করেছে ইরাকের নিরাপত্তাবাহিনী। সোমবার (১১ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এ তথ্য জানিয়েছেন। জসিমের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি নিহত নেতা আবু বকর আল-বাগদাদির ডেপুটি হিসেবে কাজ করছেন। তাকে দেশের বাইরে থেকে আটক করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান কাদিমি। খবর আল-জাজিরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আইএস জঙ্গি
- শীর্ষ সদস্য