![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F10%2F11%2F63f4ee050482e0c247f2888cfa007ae0-61641abc3cbb7.jpg%3Fjadewits_media_id%3D753034)
প্রাথমিকের শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে মিয়াদ মিয়া (২৫) নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ অক্টোবর) বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। মিয়াদ মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের গউস মিয়ার ছেলে। ইউএনও শেখ মহি উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন