![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F720x0x1%2Fuploads%2Fmedia%2F2021%2F08%2F31%2F63d4b685eb7aa0877313cf96a75f3f05-612e0e10e86eb.jpg)
বিএনপি’র ক্ষমতায় যাওয়া না যাওয়া
বাংলাদেশের রাজনীতির কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, যা অন্য কোনও দেশে তেমন একটা দেখা যায় না। দেশটি স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব আর আওয়ামী লীগের নেতৃত্বে। যে দেশটির জন্য বঙ্গবন্ধু পাকিস্তানের ২৩ বছরে ১৩ বছর কারাগারে কাটিয়েছেন, সেই মানুষটিকে তাঁর সৃষ্ট বাংলাদেশে ঘাতকরা সপরিবারে হত্যা করেছিল স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায়। ঘটনাচক্রে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর শেখ রেহানা। তখন তাঁরা বিদেশে অবস্থান করছিলেন।
সেই থেকে বাংলাদেশের রাজনীতির ছন্দপতন আর দেশের রাজনীতির একদিকে হয়ে গেলো আওয়ামী লীগ আর অন্যদিকে বঙ্গবন্ধু হত্যার বড় বেনিফিসিয়ারি ও এই হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে জড়িত জেনারেল জিয়াউর রহমান। যিনি সেনানিবাসে বসে প্রতিষ্ঠা করলেন বিএনপি নামক একটি রাজনৈতিক দল, যাতে স্থান পেলো বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা আর অরাজনৈতিক কিছু টেকনোক্র্যাট।