ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৭৫ কিলোমিটার (৪৬.৬০ মাইল)। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
গত আগস্টে আলাস্কায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে পেরিভিলে শহর থেকে ১১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানার পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ওই ভূমিকম্পের গভীরতা ছিল ২১ কিলোমিটার।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- ভূকম্পন অনুভূত