![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feducation%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Feducational-institutions-20211011053652.jpg)
গভর্নিং বডির নির্বাচন পেছানোর দাবি অভিভাবক ঐক্য ফোরামের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ০৫:৩৬
বেসরকারি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডির নির্বাচন পেছাতে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। রোববার (১০ অক্টোবর) অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হক দুলুর স্বাক্ষরিত একটি আবেদন শিক্ষাবোর্ডে পাঠানো হয়।