শিশুর নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন হতে হবে বাবা–মাকে
প্রথম আলো
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ২২:৪৯
করোনা মহামারিতে বিশ্বজুড়েই ইন্টারনেটের ওপর নির্ভরতা বেড়েছে বহুগুণ। অনলাইনে ক্লাস করাসহ বিভিন্নভাবে শিশুরা ইন্টারনেটের জগতে অবাধে বিচরণ করছে প্রতিনিয়ত। কিন্তু ভার্চ্যুয়াল এ জগতে শিশুদের অবাধ বিচরণ কতটা নিরাপদ, সে সম্পর্কে ভাবতে হবে।
শিশুর জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে আগে বদলাতে হবে বাবা-মাকে। তথাপ্রযুক্তি, তথা ইন্টারনেটের নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য মা–বাবা সচেতন হলে সেটি শিশুর নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে কাজে দেবে। তা না হলে ইন্টারনেট ব্যবহারের নেতিবাচক প্রভাবে শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হতে পারে।