জামানত বাজেয়াপ্তের পরও জয়, আরও অনেক ‘প্রথম’ ঘটনার চমক

প্রথম আলো চট্টগ্রাম সিটি করপোরেশন ওমর কায়সার প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১৯:৪৯

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে অনেকগুলো ঘটনা এই প্রথমবারের মতো ঘটল। এই ঘটনাগুলো এখন চট্টগ্রামের নাগরিকদের আলোচনার বিষয়। বলতে গেলে এই উপনির্বাচনই এখন টক অব দ্য টাউন। এ বছর ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন সাইয়েদ গোলাম হায়দার। তিনি মারা যান ১৮ মার্চ।


নির্বাচিত হওয়ার এত কম সময়ের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো কাউন্সিলর এর আগে মারা যাননি। এমন করুণ ঘটনা এই প্রথম। একটি নির্বাচনের পর ৮ মাসের মধ্যে উপনির্বাচন করতে হলো। এটাও প্রথম। এভাবে অনেকগুলো প্রথম একসঙ্গে মিলেছে এই উপনির্বাচন ঘিরে। একটি কাউন্সিলর পদের জন্য এবার প্রার্থী ছিলেন ২১ জন। এত বেশি প্রার্থী এর আগে দেখা যায়নি। সেটিও প্রথম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও