চবির শাটল ট্রেন চালু হচ্ছে ১৬ অক্টোবর, ক্লাস শুরু ৩ দিন পর
অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১৬ অক্টোবর থেকে শাটল ট্রেন চালু, ১৮ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দিয়ে ১৯ অক্টোবর থেকে সশরীরে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ১৯ অক্টোবর থেকে শ্রেণিকক্ষে পাঠদান করা হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের এক্সট্রাঅর্ডিনারি সভার (৫৩৪ তম সভার) ৯ নং সিদ্ধান্তানুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে কমপক্ষে ১ ডোজ টিকা নেওয়া সাপেক্ষে আগামী ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস চালু হবে।”