গণমাধ্যমকর্মীদের মূল্য কোথায়?
একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির সাক্ষাৎকার দিতে গেছি ২০১৪ সালের ডিসেম্বরে। যোগাযোগ প্রধানের পদ। এর আগেও কয়েকবার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেদিন ছিল শেষ সাক্ষাৎকার। প্রশ্ন করবেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি আমায় সুধালেন– আমি কেন সাংবাদিকতা ছেড়ে করপোরেট চাকরিতে আসতে চাইছি।
আমি বিনয়ের সঙ্গে দু’টি বিষয় তাকে জানিয়েছিলাম। ২৪ বছর সাংবাদিকতা করে আমি কখনোই আর্থিক সচ্ছলতার মুখ দেখতে পারিনি। আমাদের সন্তানদের জীবন সহজ করতে পারিনি। আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনও অর্থ জমা নেই। পরিবারের জন্য আমার আয় বাড়াতে চাই।