You have reached your daily news limit

Please log in to continue


হলে ফেরা, ‘ঘরে’ ফেরা

‘দেয়ালের ফোকরগুলোতে পাখির বাসার ছড়াছাড়ি। মাত্র ১০ দিনের ছুটির প্রস্তুতি নিয়ে হল ছেড়েছিলাম। অথচ ফিরলাম প্রায় দেড় বছর পর। বিছানা-বইগুলো তো খুব গুছিয়ে রেখে যেতে পারিনি। এখন দেখি বই, খাতা, সাবান, পেস্ট—সবই ইঁদুরে খেয়েছে। সবকিছুতে ধুলার পুরু আস্তর। তবু “ঘরে” ফেরার শান্তির কাছে সব কষ্ট ম্লান।’

বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বর্ণালী আফরিন। নওয়াব ফয়জুন্নেসা হলের বাসিন্দা তিনি। আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীরনগরের হল খুলবে ১১ অক্টোবর। বই-খাতা কতখানি অক্ষত আছে, দেখতে কদিন আগেই হলে ঢুঁ মেরেছিলেন স্বর্ণালী আর তাঁর বন্ধুরা। এখন অবশ্য পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে শিক্ষার্থীদের বরণ করতে প্রস্তুত জাহাঙ্গীরনগরের হলগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন