![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567440500.jpg&path=/uploads/news/2021/Oct/10/1633850634973.jpg&width=600&height=315&top=271)
ওমানের বিপক্ষে সিরিজ জিতে প্রস্তুতি শুরু শ্রীলঙ্কার
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিটা বেশ ভালোই সেরে নিচ্ছে শ্রীলঙ্কা। ওমানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে তারই প্রমাণ দিল লঙ্কানরা।
সিরিজের শেষ ও দ্বিতীয় ম্যাচে ওমানকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এবং সেটা ১৫ বল হাতে রেখেই।