You have reached your daily news limit

Please log in to continue


শেষটা রাঙিয়ে যেতে চান ডাচ তারকা রায়ান টেন ডেসকাট

কমলা রঙয়ের জার্সি কিংবা ক্যাপ- একটু বেশিই যেন টেনেছিল রায়ান টেন ডেসকাটকে। জন্ম তার দক্ষিণ আফ্রিকায়। তবে ক্রিকেটে হাতেখড়ির পর রায়ান টেন ডেসকাটের পরিণত হওয়া, খ্যাতি পাওয়া সবই যুক্তরাজ্যে। কাউন্টিতে এসেক্সের হয়ে খেলার সময়ই ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেনশিপ পেয়ে যান এই অলরাউন্ডার। পরে আর জন্মভূমি নয়, নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টেন ডেসকাটের।

ছোট দলের বড় তারকা। রায়ান টেন ডেসকাটের পাশে এই কথাগুলো বড় মানানসই। আন্তর্জাতিক ক্রিকেটে ডাচরা কখনো সেভাবে আধিপত্য দেখাতে পারেনি। তবে ব্যতিক্রম এই অলরাউন্ডার। ব্যাট-বল হাতে সব সময়ই ছিলেন ধারাবাহিক। তাতে ক্যারিয়ারের শুরুর দিকে দলের প্রধান অস্ত্র হিসেবে স্বীকৃতি পেয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন