![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fshahin-20211010122340.jpg)
আমিরাতের বুকে ঝড় তোলার অপেক্ষায় শাহিন আফ্রিদি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১২:২৩
যুগে যুগে কম পেসার জন্ম হয়নি পাকিস্তান থেকে, যারা এখনো স্বমহিমায় ভাস্কর। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান, শোয়েব আখতার, ফজল মাহমুদ, সরফরাজ নওয়াজরা একটা বেঞ্চমার্ক সেট করে দিয়ে গেছেন। নিজের কীর্তি দিয়ে স্মরণীয়-বরণীয় হয়েছিলেন, আছেন এবং থাকবেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পেস বোলার