![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmadaripur-20211010100526.jpg)
ইলিশ ধরায় ৩২ জেলের ১ বছর করে জেল, ৩ ক্রেতার জরিমানা
মাদারীপুরের শিবচরে ইলিশ ধরার অপরাধে ৩২ জন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় তাদের এ সাজা দেওয়া হয়। শুক্রবার (৮ অক্টোবর) দিনগত রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পদ্মানদীর শিবচর অংশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইলিশ ধরা নিষেধ
- জেলে আটক