বিদ্যুৎহীন লেবানন, সামনে শুধুই অন্ধকার
লেবাননে বিদ্যুৎ সরবরাহ করা প্রধান দুটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটি। খুব শিগগিরই এই সমস্যার সমাধান মিলবে না বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
একজন সরকারি কর্মকর্তা শনিবার রয়টার্সকে জানান, জ্বালানি সঙ্কটের কারণে দুটি বৃহৎ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে বাধ্য হওয়ার পর লেবাননে কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। লেবাননের বিদ্যুৎ নেটওয়ার্ক শনিবার দুপুর থেকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে এবং আগামী সোমবার বা আরও কয়েকদিনের মধ্যেও তা চালু করা যাবে না।