![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdubai-20211010093025.jpg)
নতুন কিছু উপহার দিতে প্রস্তুত দুবাইর রিং অব ফায়ার
সময়ের সঙ্গে গোটা পৃথিবী যেভাবে বদলে গেছে, সেভাবে বদলেছে দুবাইও। বলতে গেলে, একধাপ বেশিই। এক সময় শুধু মরুশহর হিসেবে পরিচিত পাওয়া দুবাই এখন সুউচ্চ সব ভবন, সৈকত, কেনাকাটা আর নৈশপ্রমোদের জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে।
একবিংশ শতাব্দিতে এসে দুবাই তাই হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তা হবে নাই-বা কেন! দুনিয়ার বুকে সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ আল খলিফা তো দুবাইতেই অবস্থিত। এ ছাড়াও বিখ্যাত স্যান্ডি বিচ, মানুষের হাতে তৈরি কৃত্তিম দ্বীপ- দুবাইকে করেছে অনন্য।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- শহর
- স্টেডিয়াম
- টি-টোয়েন্টি বিশ্বকাপ