শেকড়হীন মানুষের বেদনা রচয়িতার নোবেল
হিংসা, লোভ, সংকীর্ণতা, ক্ষমতা দখল, গোষ্ঠী দ্বন্দ্বসহ নানা কারণে যুদ্ধ ও সহিংসতা চলছে বহু দেশে। সহিংসতায় জর্জরিত দেশগুলোর মধ্যে রয়েছে সিরিয়া, ইরাক, ইয়েমেন, পাকিস্তান, সুদান, নাইজেরিয়া, লিবিয়া, মালি, প্রজাতন্ত্রী কঙ্গো, বুরুন্ডি, আফগানিস্তান প্রভৃতি। মিয়ানমারের রোহিঙ্গারা নিজ দেশে টিকতে পারছে না। কোটি কোটি মানুষ আশ্রয়ের সন্ধানে ছুটে চলেছে এক দেশ থেকে আরেক দেশে। তুলনামূলকভাবে শান্তিপূর্ণ দেশগুলোতে বাড়ছে শরণার্থীর সংখ্যা। বাড়ছে শরণার্থীদের দুঃখ-দুর্দশা, সংগ্রাম, টিকে থাকার লড়াই। তেমন একজন ‘শরণার্থী’ কথাসাহিত্যিককে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেল কমিটি ২০২১ সালের নোবেল সাহিত্য পুরস্কারের জন্য আব্দুলরাজাক গুরনাহকে বেছে নিয়ে পৃথিবীর কোটি কোটি শেকড়হীন শরণার্থী মানুষের জীবন ও জীবনসংগ্রামের প্রতিই যেন শ্রদ্ধা নিবেদন করেছে। সেই বিবেচনায় এবারের নোবেল সাহিত্য পুরস্কার একটি নতুন ইতিহাস রচনা করল।