![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fchandpur-1-20211010082318.jpg)
ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, ২ পুলিশ সদস্যসহ আহত ৫
ইলিশ রক্ষার অভিযানে গিয়ে জেলেদের অতর্কিত হামলায় দুই পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় শরীয়তপুর জেলার মেঘনা নদীর কাচিকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলার সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান (৪৭), পুলিশ সদস্য মিরাজ (৩৫), ট্রলারচালক জাহাঙ্গীর সরকার (৩৫), গ্রামপুলিশ ওমর আলী (৫০) ও স্পিডবোটের মালিক ছিডু সরকার (৩৫)। গুরুতর আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্ত করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে