এলপিজির দর নিয়ে ভোগান্তি কি শেষ হবে না?
গত ৩১ আগস্ট ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দর ১০৩৩ টাকা এবং সাড়ে ১২ কেজির দর ১০৭৬ টাকা নির্ধারণ করে বিইআরসি। কিন্তু ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে খুচরা বিক্রেতারাই কিনছেন কমিশনের বেঁধে দেওয়া দামের চেয়ে ১২০-১৪০ টাকা বেশি দিয়ে। যার কারণে গ্রাহককে প্রতি সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে ২৭০ টাকা পর্যন্ত।
রাজধানীর কাঁঠালবাগান বাজারের একজন এলপিজি ব্যবসায়ী জানান, তিনি প্রতি সিলিন্ডার এলপিজি কোম্পানি ভেদে ১২৫০ থেকে ১৩০০ টাকায় বিক্রি করছেন। বিইআরসির দেওয়া দরের চেয়ে কেন ২৭০ টাকা অতিরিক্ত নিচ্ছেন জানতে চাইলে ওই ব্যবসায়ী বলেন, 'বিইআরসি গ্রাহকের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ঠিক করেছে ১০৩৩ টাকা। আর আমি ডিলারদের কাছ থেকে পাইকারি কিনছি ১১৮০ টাকায়। বিইআরসি গ্রাহকের জন্য যে দর ঠিক করে দিল, আমিই কিনছি তারচেয়ে ১৪৭ টাকা বেশি দিয়ে। এরপর দোকান ভাড়া, পরিবহন, কর্মচারীর বেতন ও মুনাফা রয়েছে। সিলিন্ডার প্রতি লাভ করছি ৭০ টাকা।