সিলেটে ফের পরিবহন ধর্মঘটের ডাক, ট্রাফিক পুলিশের ‘হয়রানি’ বন্ধসহ ৬ দাবি
‘ট্রাফিক পুলিশের হয়রানি’ বন্ধ, মহানগর ট্রাফিক পুলিশের তিন কর্মকর্তাকে প্রত্যাহারসহ ছয়টি দাবি আদায়ের জন্য ১১ অক্টোবর থেকে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ–মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। আজ শনিবার দুপুরে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন করে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধন চলাকালে ট্রাফিক পুলিশের অযথা ‘হয়রানি’ বন্ধ, ভুল জায়গায় গাড়ি রাখার মামলা বন্ধ, দুর্ঘটনাকবলিত গাড়ি ছাড়া রেকারিং বিল আদায় বন্ধ, বিআরটিএর লাইলেন্স প্রাপ্তিতে হয়রানি বন্ধ, মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (ডিসি) ফয়ছল মাহমুদ, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার ও ট্রাফিক সার্জন নুরুল আফছারকে প্রত্যাহার এবং মেয়াদোত্তীর্ণ লামাকাজি সেতু, শেওলা সেতু, শেরপুর সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু এবং শাহ পরান সেতু থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধ—এই ছয়টি দাবি তুলে ধরা হয়।