সরকারি কর্মকর্তাদের কী নামে সম্বোধন করা হবে?
‘আপা/ভাই ডাকা হইতে সাবধান’– দেশের সরকারি কর্মকর্তাদের অফিসের বাইরে কি এখন থেকে এমন সতর্কবানী লিখে রাখা উচিত হবে? সাম্প্রতিক একটি ঘটনার কথা মিডিয়ায় পড়ে আমার মনে ঠিক এই প্রশ্নটাই জেগেছে।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলায়। বাংলা ট্রিবিউনে প্রকাশিত রিপোর্ট থেকে ঘটনার ভুক্তভোগী জামাল উদ্দিন-এর বয়ানে ঘটনা জেনে নেওয়া যাক– ‘সোমবার দুপুরে আমার এক আত্মীয়ের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ইউএনও কার্যালয়ে যাই। স্যার সম্বোধন করে ওনার সঙ্গে আমার কথা শুরু হয়। কথা বলার এক পর্যায়ে অপ্রত্যাশিতভাবে আমার মুখ থেকে আপা শব্দটি বের হয়।
এ সময় তিনি রেগে গিয়ে বলেন, ‘এটা তো অফিসিয়াল ভাষা না। তাহলে আপা না ডেকে মা ডাকেন’। বিষয়টি নিয়ে আমি বিব্রত। ঘটনার সময় কয়েকজন সরকারি কর্মকর্তা ও রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।’
- ট্যাগ:
- মতামত
- সরকারি কর্মকর্তা
- সম্বোধন
- পদবি