১৬ বছর আগে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলেও খুলনার রূপসা পাড়ের খেয়াঘাট আজও ‘রূপসা ফেরিঘাট’ নামেই পরিচিত। ঘাটের পশ্চিম পাড়ে খুলনা নগর আর পূর্ব পাড়ে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন। শহর থেকে ঘাট পার হয়ে কয়েক মিটার এগোলেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর সমাধি কমপ্লেক্স। ঠিক পাশ দিয়ে রূপসা সেতুর দিকে চলে যাওয়া সড়কটিও বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামেই। সড়কের পাশে আছে চিংড়ি প্রক্রিয়াজাতকরণের অন্তত ১৫টি কারখানা ও বরফকল, ৩টি প্রাথমিক বিদ্যালয়, কোস্টগার্ড কার্যালয়, পুলিশ ক্যাম্পসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। বীরশ্রেষ্ঠের নামের এই সড়ক এখন বেহাল। সড়কে যাত্রীরা যেমন দুর্ভোগ পোহাচ্ছেন, তেমনি চালাকেরাও হচ্ছেন নাস্তানাবুদ। ভাঙাচোরা থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা।
You have reached your daily news limit
Please log in to continue
ভারী যানে সড়ক বেহাল
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন