গাফিলতির পরিণতি ধুঁকে ধুঁকে চলা
প্রথম আলো
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২১, ০৯:৩৬
দেশে পর্যটন নগরখ্যাত কক্সবাজারে প্রথম আবাসিক হোটেলের যাত্রা শুরু হয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) হাত ধরে। সংস্থাটি ১৯৭২ সালে সেখানে চালু করে মোটেল উপল, যা এর আগে ছিল একটি আশ্রয়ণ কেন্দ্র। কিন্তু পর্যটন করপোরেশন পরবর্তী প্রায় পাঁচ দশকে উপলের এতটুকু সংস্কার করেনি। করপোরেশনের এ রকম অবহেলা ও গাফিলতির কারণে উপল এখন ধসে পড়ার মতো মারাত্মক ঝুঁকিতে রয়েছে।