![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffarid-20211009094607.jpg)
১৫ মাস পর ক্ষমতা ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান
সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়ায় ১৫ মাস পর ক্ষমতা ফিরে পেলেন ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান। দায়িত্ব ফিরে পেয়ে শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চেয়ারম্যান ইনামুল হাসান এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন।