সমাজ বিপ্লবের সারথি
মুক্তিযুদ্ধের পর কমরেড মোহাম্মদ ফরহাদের মতো সংগঠক আর কেউ হয়ে ওঠেননি। বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পর তিনিই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠক। তিনি ছিলেন ধীর-স্থির, করিৎকর্মা, বুদ্ধিদীপ্ত এক দেশপ্রেমিক রাজনীতিক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে কমরেড মোহাম্মদ ফরহাদ ছিলেন 'কি-পারসন'। সংগ্রাম কৌশল, সংগঠন, আন্দোলনে সবাইকে নিয়ে কীভাবে, কেমন করে চলতে হবে তা জানতেন তিনি। সংগঠন, সংগ্রাম, আন্দোলনের মাঠে বাস্তবসম্মত কৌশল ও উপায় নির্ধারণে তিনি অতুলনীয়। নিজ দলের বাইরে ভিন্ন দলের নেতারাও পরামর্শের জন্য তার দ্বারস্থ হতেন। এ নিয়ে কোনো অহংকার ছিল না তার। কমরেড মোহাম্মদ ফরহাদ নেতাদের নেতা। তার আকস্মিক ও অকালপ্রয়াণে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি তা আজও বিরাজমান। রাষ্ট্র ও সমাজের সংকটে আজও তাকে খোঁজে বাংলাদেশ।
- ট্যাগ:
- মতামত
- শ্রদ্ধাঞ্জলী
- বিপ্লবী চরিত্র
- সংগঠক