ক্রীড়াঙ্গনের বাস্তবতায় গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে আস্থার পারদ নামছে। ভোট প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচনের বিষয়টি ধীরে ধীরে নির্বাসনের পথে হাঁটছে। ক্রীড়াঙ্গনে নির্বাচনের খেলা হচ্ছে। কিন্তু ভোটহীন সেই খেলা। ভোটের প্রয়োজন নেই। দেশের সংবিধানে নিশ্চিত করা মৌলিক অধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে। বলা হচ্ছে অযথা ভোটাভুটির কী দরকার। নিজেরা বসে আলাপ-আলোচনা করে একটি প্যানেল জমা দিলেই কাজ শেষ! সময়মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। দু-একজন স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যেতে দেখার অভিজ্ঞতা আছে কয়েক বছর আগে। একবার একজন বলেছিলেন, পুরোপুরি 'নিয়ন্ত্রিত' ভোটের যুদ্ধে হেরে গেছি, কিছুই করার নেই। ভোট ছাড়া নির্বাচিত হয়েছেন সবাই। কাউন্সিলররা মনে করেছেন আমি অযোগ্য তাই ভোট দেননি। নীতি এবং আদর্শ বিসর্জন দিলে তো কিছু থাকে না। পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার অধিকার থেকেও কাউন্সিলরদের বিরত রাখা হয়।
You have reached your daily news limit
Please log in to continue
সুশাসন, জবাবদিহি ও গণতন্ত্র
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন