অযোধ্যায় ঘটকবাড়ির পুজোয় নবমীতে উপোস করেন আনারুলরা
জনশ্রুতি, পাঁচ শতাব্দীর পুরনো এই পারিবারিক পুজো। কিন্তু মূল আকর্ষণ যেন নবমীতে। ওই দিন দেবী-আরাধনায় যোগ দেন, সৈয়দ হোসেন জামাল, আনারুল মিঞারা। সানন্দে তাঁদের বরণ করে নেন বাড়ির সদস্যেরাও। পুজো শেষে, সবাই এক বাক্যে বলেন, ‘‘এই সম্প্রীতির আবহই আমাদের শক্তি।’’ ঘটকবাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে এটাই এই অযোধ্যার গল্প।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিচিত্র রীতিনীতি
- মহানবমী