কমিউনিটি ক্লিনিকে না গিয়ে কেন ফার্মেসিমুখী গ্রামের মানুষ?
দেশের প্রায় প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক তৈরি করেছে সরকার। তবে সেখানে তেমন কোনো দক্ষ চিকিৎসক নেই। অনেক ক্লিনিকে যে ওষুধগুলো ফ্রি দেওয়ার জন্য সরকার সরবরাহ করে, সেসব ওষুধও সেখান থেকে সাধারণ মানুষকে দেওয়া হয় না । তাই গ্রামের মানুষ কমিউনিটি ক্লিনিকে যেতে অনীহা দেখান।
জ্বর, সর্দি কিংবা মাথাব্যথা হলে গ্রামের মানুষ ফার্মেসিতে চলে যান ওষুধের জন্য। অনেক স্থানে কমিউনিটি ক্লিনিক প্রায় বন্ধের মতো। কর্মকর্তা আছেন কিন্তু কোনো রোগী দেখা যায় না। অন্য দিকে ফার্মেসিগুলোতে আমরা দেখতে পাই জ্বর, পেটের সমস্যা, হাঁটুব্যথা, সর্দি ও হোঁচট খেয়ে ব্যথা পাওয়া ইত্যাদি সমস্যা নিয়ে সেখানে অপেক্ষা করছে সাধারণ মানুষ।
- ট্যাগ:
- মতামত
- কমিউনিটি ক্লিনিক
- ফার্মেসি
- গ্রামাঞ্চল