কর্তৃত্ববাদের যুগে সংবাদমাধ্যমের স্বাধীনতার লড়াইয়ের প্রতীক মারিয়া রেসা
প্রথম আলো
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২১, ২৩:১০
একের পর এক মামলা, হুমকি–ধমকি, দুই দফা গ্রেপ্তার। তবু থামাননি কলম। মারিয়া রেসা তাই গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে হয়ে উঠেছেন এক অদম্য যোদ্ধা, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে সরব কণ্ঠস্বর।
সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় মারিয়া রেসার এই সংগ্রামের স্বীকৃতি এসেছে নোবেল শান্তি পুরস্কারে। এ বছর রাশিয়ার সাংবাদিক দিমিত্রি আন্দ্রেয়েভিচ মুরতাভের সঙ্গে যৌথভাবে বিশ্বের সর্বোচ্চ এই সম্মাননা পেয়েছেন ফিলিপাইনের নাগরিক মারিয়া রেসা।