মুঘল আমলে বানানো হীরা-পান্নার চশমা উঠছে নিলামে

বিডি নিউজ ২৪ হংকং প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২১, ১৫:২৮

ভারতের অজানা এক রাজকোষাগার থেকে আসা একজোড়া হীরা ও পান্না দিয়ে বানানো চশমা চলতি মাসের শেষদিকে লন্ডনে নিলামে উঠতে যাচ্ছে।


চশমাগুলোতে হীরা ও পান্নার লেন্সের সঙ্গে এখন যে মুঘল আমলের ফ্রেমগুলো আছে, সেগুলো ১৮৯০ সালের কাছাকাছি সময়ে জুড়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে নিলাম সংস্থা সথেবি’জ।


নিলামে চশমা দুটির প্রত্যেকটির দাম ২০ লাখ থেকে শুরু করে ৩৪ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও