আফগানিস্তান যে তালেবানের দখলে চলে যাবে- এমন লক্ষণ তো দেখা যাচ্ছিলই। তাদের একটা শক্তি বলে মনে নিয়ে 'নির্বাচিত' আফগান সরকার সমঝোতার জন্য দরকষাকষি করছিল; দেশের বাইরে, আমেরিকানদের তত্ত্বাবধানে। কিন্তু এত দ্রুত যে তারা আলোচনা ফেলে অস্ত্র হাতে খোদ রাজধানী দখল করে নেবে- এটা কেউ ভাবেনি। হয়তো তারা নিজেরাও আশা করেনি। আমেরিকান বিশেষজ্ঞরা বলেছিলেন, ৯০ দিন লাগবে। কিন্তু দখলে চলে গেল ১১ দিনের মধ্যে। তাতে বিপদ ঘটল অনেকের। সবচেয়ে বড় বিপদ প্রেসিডেন্ট আশরাফ গনির। তিনি শেষ পর্যন্ত লড়বেন- এমন একটা ভাব দেখিয়েছেন; সাহস জোগাতে চেয়েছেন রাষ্ট্রীয় বাহিনীকে। কিন্তু দেখা গেল, তালেবানরা আসছে শুনে তিনি দৌড় দিলেন সবার আগে। অনেকটা বাংলার সেই লক্ষ্মণ সেনের কাহিনি যেন, তুর্কি সেনারা এসেছে শুনে রাজপ্রাসাদ ছেড়ে যিনি পেছনের দরজা দিয়ে দ্রুত বেরিয়ে গিয়েছিলেন, অভুক্ত অবস্থাতেই। তবে গনি সাহেব কাঁচা কাজ করেননি। যাওয়ার সময় বস্তা বস্তা টাকা নিয়ে গেছেন সঙ্গে করে। হেলিকপ্টার ছিল, গাড়িও ছিল ছয় ছয়টা। তবু জায়গা হচ্ছিল না। ঠাসাঠাসিতে কিছু টাকা নাকি মাটিতে পড়ে গড়াগড়ি খেয়েছে।
You have reached your daily news limit
Please log in to continue
তালেবান-মার্কিন ফাঁদে আফগান জনগণ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন