মিয়ানমারের জান্তা সরকারকে হুঁশিয়ার করলো মালয়েশিয়া
মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারকে হুঁশিয়ার করে বিবৃতিতে দিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান দূতের সঙ্গে জান্তা সরকার সহায়তা না করলে তারা মিয়ানমারের ছায়া সরকারের সঙ্গে যোগাযোগে প্রস্তুত রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করা হয় নির্বাচিত নেতা অং সান সু চিকে। পরে নির্বাচিত সরকারের প্রতিনিধিরা মিলে গঠন করে জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)।