You have reached your daily news limit

Please log in to continue


সাংসদ শফিকুলের বাড়িবিলাস

নাটোর শহরটা দেশের অন্য মফস্বল শহরের মতোই। বসতবাড়ি, রাস্তাঘাট কিংবা অফিস-আদালতে বাড়তি কোনো আকর্ষণ নেই। তবে শহরের কান্দিভিটুয়া মহল্লা কিছুটা ব্যতিক্রম। এই এলাকার বাড়তি আকর্ষণের কেন্দ্রে আসলে সড়কের দুই পাশে থাকা কাছাকাছি দুটি বাড়ি।

একটির নাম ‘জান্নাতি প্যালেস’। দেখতেও প্রাসাদের মতো। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বাড়িটির কাজ শুরু হয়। সম্পন্ন হয়েছে মাস ছয়েক আগে। বাড়িটির সীমানাদেয়াল, সুবিশাল গেট সুন্দর কারুকার্যখচিত। মূল বাড়িটা তিনতলা, ট্রিপলেক্স। সামনে খোলা জায়গা। ছাদে লাল টালির ছাউনি। বসার কক্ষ, শয়নকক্ষসহ অন্যান্য কক্ষের বাইরে তিনতলার অন্যতম আকর্ষণ সুইমিংপুল ও ব্যায়ামাগার। স্থানীয় লোকজন জানিয়েছেন, বাড়িটি যেখানে নির্মাণ করা হয়েছে, সেটি আগে পুকুর ছিল। রাতারাতি ভরাট করে বাড়ি নির্মাণ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন