![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/10/online/photos/Rashed-Mehedi--samakal-615dddef7f64b.jpg)
অনিরাপদ ঘরে নিরাপদ ইন্টারনেট
অনিরাপদ ঘরে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না। ভার্চুয়াল জগতে আপনার ব্যবহূত ডিভাইস যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার কিংবা প্রতিষ্ঠানের সার্ভার হচ্ছে একেকটি ঘর। সাইবার দুনিয়ায় নিরাপদ থাকতে হলে আপনার ব্যবহূত ডিভাইসের নিরাপত্তা তাই সবার আগে।
স্মার্ট ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করে এখানে ব্যবহূত কিছু অ্যাপ বা সফটওয়্যার। ডিভাইসের প্রাথমিক নিরাপত্তা দেয়াল তৈরি করেন ডিভাইস নির্মাতা এবং অপারেটিং সিস্টেম প্রোভাইডার। তারা যৌথভাবে একটি নিরাপত্তা সফটওয়্যার মূল অপারেটিং সিস্টেমের সঙ্গে 'ইনবিল্ট' বা সংযুক্ত নিরাপত্তা সফটওয়্যার দিয়ে দেন।
একটা সুরক্ষিত ভবনে ঢোকার সময় নিরাপত্তারক্ষী তল্লাশি ও স্ক্যানার নিয়ে মালপত্র পরীক্ষা করেন। ডিভাইসের অপারেটিং সিস্টেমের 'ইনবিল্ট' সিকিউরিটি ফিচারও ঠিক সে কাজটিই করে।