![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/06/11/australia-immigration-110621-01.jpg/ALTERNATES/w640/australia-immigration-110621-01.jpg)
পাপুয়া নিউ গিনিতে বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার বন্দিশিবির
ডিসেম্বরের শেষ থেকে আশ্রয়প্রার্থীদের আর পাপুয়া নিউ গিনির বন্দিশিবিরে পাঠাবে না অস্ট্রেলিয়া। বুধবার দুই দেশ একথা জানিয়েছে। এর মধ্য দিয়ে পাপুয়া নিউ গিনিতে অস্ট্রেলিয়ার বিতর্কিত আটক কেন্দ্রের অবসান হতে চলেছে।বিবিসি জানায়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুইটি দেশের মধ্যে পাপুয়া নিউ গিনি একটি, যাদেরকে আশ্রয়প্রার্থীদের আটক রাখার জন্য অর্থ দিয়ে থাকে ক্যানবেরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বন্ধ হচ্ছে
- বন্দিশিবির