তৃণমূল আওয়ামী লীগে ক্ষমতার দ্বন্দ্ব, বিএনপিতে মামলার ভয়

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২১, ২০:০২

আওয়ামী লীগে ক্ষমতার দ্বন্দ্ব আর বিএনপিতে মামলার ভয়ের ফলে দুইটি দলের তৃণমূলে প্রকৃত অর্থে রাজনীতি নেই আছে সংঘাত আর ভয়। যদিও দুইটি দলই ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে চাঙা করতে মাঠে নামার কথা বলেছে।


গত মাসে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলের তৃণমূলকে চাঙ্গা করার সিদ্ধান্ত হয়।  করোনার কারণে দলে মাঠ পর্যায়ে যে স্থবিরতা সৃষ্টি হয়েছে নির্বাচনের এক বছর আগেই তারা তা কাটিয়ে ওঠার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বিএনপির বিভন্ন পর্যায়ের নেতারা তিন দিনের ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। ওই বৈঠকে তৃণমূলে সংগঠন সক্রিয় করতে জেলায় জেলায় সফরের কথা বলা হয়। দুইটি দলই স্থানীয় পর্যায়ে সম্মেলন ও মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।


ইউপি নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছেনা। দলীয়ভাবে এই নির্বাচনে আওয়ামী লীগের একক আধিপত্য থাকলেও প্রায় প্রত্যেক ইউনিয়ন পরিষদেই অভ্যন্তরীণ কোন্দল প্রকট হয়েছে। বিদ্রোহী প্রার্থীর ছাড়াছড়ি। এর একমাত্র কারণ বিএনপি নির্বাচনে না থাকায় সহজেই ইউপি চেয়ারম্যান হওয়ার সুযোগ তাদের কেউই হাতছাড়া করতে চাইছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও