স্বর্ণ উদ্ধারে মেলে না বিমানের সহযোগিতা: শুল্ক গোয়েন্দা অধিদফতর
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে মঙ্গলবার (০৫ অক্টোবর) ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। কিন্তু এসব চোরাই স্বর্ণ উদ্ধারে বিমানের কাছ থেকে কোনও ধরনের সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রউফ।
মঙ্গলবার (০৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। এ বিষয়ে বুধবার (০৬ অক্টোবর) ঢাকার কাকরাইলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।