![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/10/06/chiu-kuo-cheng-taiwan-061021-01.jpg/ALTERNATES/w640/chiu-kuo-cheng-taiwan-061021-01.jpg)
‘৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে’ চীন-তাইওয়ান উত্তেজনা
৪০ বছরের মধ্যে চীনের সঙ্গে তাইওয়ানের সামরিক উত্তেজনা সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং।
দ্বীপদেশ তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে (এআইডিজেড) চীন রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান পাঠানোর পর বুধবার চিউ এমন কথা বললেন। দু’পক্ষের মধ্যে দুর্ঘটনাবশত হামলা হওয়ার ঝুঁকির ব্যাপারেও সতর্ক করেছেন তিনি।