আখেরি চাহর সোম্বা কী?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২১, ১৫:২৯
আখেরি চাহার সোম্বা মূলত ফার্সি বাক্য। ফার্সিতে আখেরি শব্দের অর্থ হলো- শেষ। চাহার শব্দের অর্থ হলো- (আরবি) সফর মাস এবং সোম্বা শব্দের অর্থ হলো- বুধবার। অর্থাৎ ‘আখেরি চাহার সোম্বা’র অর্থ দাঁড়ায়- সফর মাসের শেষ বুধবার। দিনটিকে মুসলিম উম্মাহ খুশির দিন হিসেবে জানে এবং খুশির দিন হিসেবেই উদযাপন করে থাকে। কিন্তু কেন?
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- আখেরি চাহার সোম্বা