পুজোয় কি মিমি চক্রবর্তীর সঙ্গেই ‘বাজি’মাৎ? তেমনই ইচ্ছে জিতের। অভিনেতা-প্রযোজক এই প্রথম জুটি বেঁধেছেন সাংসদ-অভিনেত্রীর সঙ্গে। সম্প্রতি মুক্তি পেয়েছ ‘বাজি’ ছবির ট্রেলার, গান। দুই-ই ইঙ্গিত দিচ্ছে পর্দা কাঁপাবে জিৎ-মিমির রসায়ন। ধারণা যে একেবারে অমূলক নয়, তার হদিশ মিলল মঙ্গলবার। আনন্দবাজার অনলাইনের লাইভ সাক্ষাৎকারে। ছবির আলোচনা, পুজো পরিকল্পনা, নিজেদের কথা- সবেতেই যেন ছলকে উঠেছে সেই রসায়ন। জুটি বাঁধার প্রসঙ্গে জিৎ বলছিলেন, জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ করতে গিয়ে অঙ্কুশ হাজরার সঙ্গে তাঁর ভাল বন্ধুত্ব তৈরি হয়েছে। খুব শীঘ্রই তিনি জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশের সঙ্গে। জিতের কথা মুখ থেকে খসতেই মিমির আবদার, ‘‘সেই ছবির নায়িকা কিন্তু একমাত্র আমিই হব।’’
You have reached your daily news limit
Please log in to continue
Jeet-Mimi: ‘বাজি’র পরেই জুটি বাঁধবেন জিৎ-অঙ্কুশ! বিপরীতে একমাত্র নায়িকা মিমি?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন