![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F06%2Fecommers_6oct21.jpg%3Fitok%3DKD6sYBKH%26timestamp%3D1633508774)
ই-কমার্স খাতের জন্য নতুন কোনো আইন না-ও হতে পারে
ই-কমার্স খাতের জন্য নতুন কোনো আইন না-ও হতে পারে। গতকাল মঙ্গলবার এই খাতে চলমান জালিয়াতির ঘটনার আলোকে সরকার গঠিত একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠকে এমন আভাস পাওয়া গেছে।
সচিবালয়ে অনুষ্ঠিত ১৬ সদস্যের ওই কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান। তিনি জানান, সম্ভবত বিদ্যমান আইনগুলোকে সংশোধন করা হবে। যাতে ত্রুটিপূর্ণ এই খাতকে সুশৃঙ্খল অবস্থায় আনা যায়।
বৈঠক শেষে শফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, 'নতুন আইন প্রণয়নের বিষয়টি দীর্ঘ একটা প্রক্রিয়া। তাই কমিটির বেশির ভাগ সদস্য বিদ্যমান আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন।'