![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F30%2Fbfuj-highcourt.jpg%3Fitok%3DJ5ToJE0_)
প্রণোদনার নামে প্রতারণা : ‘নিরীহ’ পাঁচ দিনমজুরের জামিন
‘প্রতারণার ফাঁদে পড়ে’ তিন মাসের বেশি সময় কারাগারে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের পাঁচ দিনমজুরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ তাদের এক বছরের জামিন মঞ্জুর করেন।
আসামিরা হলেন নওদাবস গ্রামের বিধবা ফুলমণি রাণি, রণজিৎ কুমার, প্রভাস চন্দ্র রায়, কমল চন্দ্র রায় ও নিখিল চন্দ্র বর্মণ। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।