![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021October/khulna-2-20211006121158.jpg)
স্ত্রী হত্যার দায়ে সাবেক পুলিশ কনস্টেবলের মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যার দায়ে পুলিশের সাবেক এপিবিএন কনস্টেবল মাহমুদ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদলত। বুুধবার (০৬ অক্টেবর) খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ নিদের্শ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।