ঋণং কৃত্বা গাড়ি সেবা নগদায়ন-২

দেশ রূপান্তর মঈদুল ইসলাম প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২১, ১১:১৪

সাতক্ষীরা থেকে পদোন্নতি পেয়ে ‘ঋণং কৃত্বা’-র সেই ভেসপা নিয়ে ২০০০ সালে এলাম দিনাজপুরে। কপালের ফের, সাব-জজ হিসেবে আমার বরাতেই জুটল ‘অর্থঋণ আদালত’! তখন আবার চালু হলো কম্পিউটার কেনার সরকারি ঋণ! ‘কম্পিউটার ক্রয় অগ্রিম’ নামের বাহার, আসলে পুরোদস্তুর ঋণ। ৬০ হাজার টাকা অগ্রিমে সুদ বার্ষিক ১০ টাকা হারে, আসলটা আদায় হবে সমান ৬০ কিস্তিতে মাসিক বেতন থেকে এক হাজার করে টাকা কেটে; ফাঁকে ৫ বছরে সুদ বাড়বে ৩০ হাজার টাকা (আসলের অর্ধেকের সমান), আদায় হবে ৫ কিস্তিতে মাসিক বেতন থেকে ছয় হাজার করে টাকা কেটে! কিস্তি খেলাপ করলেই বার্ষিক ১১ টাকা চক্রবৃদ্ধি হারের ছোবল! (কাবলিওয়ালার চেয়ে কম কীসে!) এই বারে মাফ করেন, হিসাবটা আর কষতে পারছি না! স্কুলে পাটিগণিতের সব পরীক্ষায় ফাঁকি মেরেছি এই চক্রবৃদ্ধি অঙ্ক করার!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও