ফেসবুক বিতর্ক এবার মার্কিন সেনেটে
গত রোববার ফেসবুকের বিরুদ্ধে টেলিভিশনে মুখ খুলেছিলেন তিনি। এবার মার্কিন সেনেটে নিজের বক্তব্য স্পষ্ট করলেন ফেসবুকের সাবেক ডেটা বিজ্ঞানী। ফেসবুক ক্ষতি করছে সমাজের। মানুষে মানুষে বিভেদ তৈরিতে ইন্ধন দিচ্ছে। ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে ব্যাপক অংশের মানুষে কাছে। এমন পরিস্থিতি যে তৈরি হবে, অনেক আগেই ফেসবুক কর্তৃপক্ষ তা জানতেন। কিন্তু পপুলার হওয়ার ঝোঁকে তারা এই বিষয়গুলিকে আমল দেয়নি।
গত রোববার ফেসবুকের বিরুদ্ধে এমনই বোমা ফাটিয়েছিলেন ফ্রান্সেস হাউগেন। ফ্রান্সেস একসময় ফেসবুক সংস্থায় ডেটা বিজ্ঞানীর কাজ করতেন। তার দাবি, সে সময়ের বহু গোপন নথি তিনি দেখেছেন। ফেসবুকের প্রভাব সমাজের উপর কীভাবে পড়তে পারে, তার স্পষ্ট সতর্কবার্তা ছিল ওইসব নথিতে। কিন্তু ফেসবুক কখনোই তা আমল দেয়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফেসবুক
- মার্কিন সিনেট
- বিরোধী