তামাক চাষ বন্ধে কলেজ শিক্ষকের ব্যতিক্রমী প্রচারণা
তামাক চাষ থেকে কৃষকদের বিরত রাখতে ও এ বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী প্রচারণা করেছেন লালমনিরহাটের এক কলেজ শিক্ষক। এ প্রচারণা লিফলেট বিতরণ অথবা সভা-সেমিনার নয়। তিনি সমন্বিতভাবে সবজি-ফল চাষ করে কৃষকদের উদ্বুদ্ধ করছেন। তার এই প্রচারণা এলাকায় সাড়া ফেলেছে। তামাক চাষে আটকে থাকা কৃষকরা কৃষিতে কলেজ শিক্ষকের সফলতায় আকৃষ্ট হচ্ছেন। আর তামাক চাষকে বলছেন 'না'।